অবতক খবর,৭ জুলাইঃ নদীয়ার নবদ্বীপে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল এর পুরনো রোগীর বেড সহ বিভিন্ন সামগ্রী লরি ভর্তি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ।
অভিযোগের তীর উঠল শাসক মদতপুষ্ট কয়েকজনের বিরুদ্ধে।
নবদ্বীপ DYFI লোকাল কমিটির সম্পাদক বলেন আজ সকালে হাসপাতালের রোগীর পুরনো বেড সহ বিভিন্ন পুরনো জিনিসপত্র একটি লড়ি বোঝাই করে বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা চলছিল পরে হসপিটালে থাকা কয়েকজনের প্রচেষ্টায় সেই গাড়িটি আটকানো হয় । পরে তারা হাসপাতালে সুপারের কাছে জানতে চাইলে বলেন বিভিন্ন নিয়ম মেনেই এই বিক্রি করা হচ্ছে।
পাশাপাশি তিনি আমাদের দুপুর তিনটে নাগাদ আবার জেতে বলেছেন কিন্তু কেন তা আমরা জানি না।
তারা আরও বলেন সুপারের কাছে আমরা টেন্ডার কে পেয়েছেন বা টেন্ডারের নোটিশ দেখতে চাইলে সেটাও তিনি দেখাতে পারেন নি।
আমরা এর পুর্নাঙ্গ তদন্ত চাই এবং সরকারি সম্পত্তি বেআইনী ভাবে বিক্রির সাথে জড়িত দের শাস্তি ও চাই।
এ বিষয়ে হাসপাতালের সুপার বাপ্পা ঢালির সাথে যোগাযোগ করলে তিনি আমাদের জানান সমস্ত নিয়ম মেনে এই কাজ করা হচ্ছে।