অবতক খবর,১৩ জুলাইঃ এইমস নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার হরিণঘাটার বাড়িতে সিআইডি ।আজ দুপুরে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দারা। এর আগে,পাঠানো হয়েছিল নোটিসও। কিন্তু তিনি সিআইডি-র কাছে সময় চান। বুধবার দুপুরে তাদের বাড়িতে হাজির হন সিআইডি । প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়ক পুত্রবধূ অনুসূয়া ঘোষকে।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হয়েছে। তিনি কী ভাবে চাকরি পেয়েছেন, কবে থেকে চাকরি করছেন, কত টাকা বেতন পান, এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। খতিয়ে দেখে, প্রয়োজনে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।