অবতক খবর,২৫ জুলাইঃ ২২ জুলাই সাত সকালে ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। তারপর টানা ২৭ ঘণ্টার বেশি জেরা করার পর শনিবার সকালে পার্থবাবুকে গ্রেফতার করে ইডি। ওদিকে ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও।
অর্পিতার বাড়ি থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, এবং বিরাট মূল্যের গয়নাগাটি পাওয়া গিয়েছে তা এখন মোটামুটি দুনিয়ার সবাই জানেন। কিন্তু পার্থবাবুর বাড়ি থেকে কী কী পেয়েছে ইডি?
ইডি যে বাজেয়াপ্ত করা জিনিসের তালিকা তথা পূর্ণাঙ্গ সিজার লিস্ট তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে ৩০৪ পাতার নথি উদ্ধার হয়েছে পার্থবাবুর নাকতলার বাড়ি থেকে। যার অধিকাংশটাই ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার।
২০২০ সালের ৬ অগস্ট, চলতি বছরের ২৭ জানুয়ারি, দু’বছর আগে ১০ সেপ্টেম্বর-সহ একাধিক তারিখের ‘ইচ্ছে’ নথি মিলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রীর বাড়ি থেকে।
উদ্ধার হওয়া ৩০৪ পাতার নথির মধ্যে অধিকাংশটাই ইচ্ছে এন্টারটেইনমেন্টের নামে। তাছাড়া অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ২০২১ সালের ৩০ অগস্ট তারিখের ২৮ পাতা নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আর কী বলছে সিজারলিস্ট ?
ইডি-র সিজার লিস্ট বলছে, সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে পার্থ বাবুর বাড়িতে। এই সংস্থার ডিরেক্টর আবার অর্পিতা মুখোপাধ্যায়। সব মিলিয়ে ইডি-র লিস্ট দেখে অনেকেই মনে করছেন, পার্থ-অর্পিতার যোগ অর্থনৈতিক ভাবে অনেক আগে থেকেই এবং অনেক গভীর।