অবতক খবর,নিজস্ব সংবাদদাতা,২৬ জুলাই :: মালদা জেলা থেকে কালাজ্বর নির্মূল হয়েছে। তার জন্য জেলা স্বাস্থ্য দফতরকে স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের তরফে মালদা জেলা জুড়ে পরিদর্শন করা হয়েছে। তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মালদা জেলাকে কালাজ্বরমুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে চলেছে।
এর স্বীকৃতি হিসাবে কেন্দ্রের তরফে মালদা জেলা স্বাস্থ্য দফতর কেন্দ্রের শংসাপত্র ও আর্থিক পুরস্কার পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই সেসব জেলা স্বাস্থ্য দফতরকে দেওয়া হবে। কেন্দ্রের এই পুরস্কার স্বাস্থ্যকর্মীদের উদ্বুদ্ধ করবে বলেই মনে করেন তিনি।