অবতক খবর,৩১ জুলাই,মালদা:- পুরাতন মালদা, গাজোল ও রতুয়া-২ এই তিন ব্লকের বাসিন্দাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। মহানন্দা নদীর উপর হতে চলেছে ব্রিজ। রতুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জ ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা।

ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদা জেলা পরিষদের সভাধীপতি এটিএম রফিকুল হোসেন, মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্য আধিকারিকগণ। ঘটনাস্থলে পরিদর্শন করে দ্রুত যাতে ব্রিজের কাজ শুরু হয় সে নিয়ে উচ্চ পদস্থ কর্তাদের মধ্যে আলোচনা হয়। মহানন্দা নদীর উপর প্রায় ৩০০ মিটার এই ব্রিজ হবে। দীর্ঘদিন ব্লকের বাসিন্দাদের দাবি ছিল।

নৌকায় করে পারাপার হতে হতো বাসিন্দাদের। ফলে ভীষণ সমস্যায় পরতে হতো তাদের। অবশেষে পরিদর্শনের পর জেলা প্রশাসনের আশ্বাসে খুশি বাসিন্দারা।