অবতক খবর,৮ আগস্ট,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ বাঙালি বারো মাসে তেরো পার্বণ তাই ঝুলন যাত্রা উৎসব তার মধ্যে একটি পার্বণ।
পাঁচ ছয় দিনের মন্তেশ্বর গ্রামের সিদ্ধেশ্বরী সংঘের প্রায় ১৭ বছরের সার্বজনীন মানুষ ঝুলন যাত্রা উৎসব উদ্বোধন হল।
রবিবার রাত আটটায়
করোনার বিধির জন্য স্বাস্থ্যবিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ,ফিতা কেটে, রাধাকৃষ্ণের মানুষসাজে ছোটাভিমের দৃশ্যের পর্দা টেনে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে পাঁচদিনের মানুষ ঝুলন যাত্রা উৎসব উদ্বোধন করেন বিডিও গোবিন্দ দাস। ঝুলন যাত্রাউৎসব কমিটির সদস্য প্রদীপ কুমার মুখার্জি ও বুদ্ধদেব পাত্র জানান প্রায় পাঁচ দিনের এই উৎসব । মন্তেশ্বর ব্লকের এক মাত্র মন্তেশ্বর গ্রামেই দুইটি ক্লাবের পরিচালনায় দুইটি মানুষ ঝুলন যাত্রা উৎসব হয়। মন্তেশ্বর ব্লকের একমাত্র মন্তেশ্বর গ্রামের দুটি ক্লাবের সার্বজনীন মানুষ ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে গ্রামের ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে প্রচুর কুটুম আত্মীয়-স্বজন আসে। এই উৎসব উপলক্ষে গ্রামে বিরাট মেলা বসে, কয়েক হাজার লোক সমাগম হয় , ঝুলন যাত্রা উৎসব কদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও আলোকসজ্জা থাকে।
প্রত্যেক বছর শ্রাবণ মাসে রাখি পূর্ণিমার তিথিতে এই উৎসব হয়। গত দুই বছর করোনার প্রভাবে দুই বছর বন্ধ থাকার পর ।এই বছর আনন্দে উৎসাহের সঙ্গে আলোকসজ্জা, মেলা, রক্তদান শিবির সহ প্রত্যেকদিন আলাদা আলাদা ভাবে বাইরে শিল্পীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দে উৎসাহের মধ্য দিয়ে , মন্তেশ্বর গ্রামের সার্বজনীন মানুষ ঝুলন যাত্রা উৎসব ,এবছরের অনুষ্ঠিত হয়েছে বলে সিদ্ধেশ্বরী সংঘের কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সিদ্ধেশ্বরী সংঘ কমিটির এক সদস্য, ও মানুষ ঝুলন উৎসবে রাধার ভূমিকায় সাজা এক শিল্পী এবং এই উৎসব দেখতে এক ছাত্রী আমাদের কি জানালেন দেখুন।