অবতক খবর,৯ আগস্টঃ রাত হলেই দূর্গন্ধে গোটা কোলাঘাট শহর! গত সপ্তাহখানেক গন্ধের উৎসস্থল খুঁজে পাচ্ছেলেন না সাধারন মানুষ জন। এক প্রকার টায়ার পোড়ার তীব্র ঝঁঝালো গন্ধে কোলাঘাট শহর সহ প্রায় ১০ কিলোমিটার দূরেও এই গন্ধের তীব্রতা অনুভব করছেন মানুষজন। আর এই গন্ধের জেরে অসুস্থ হয়ে পড়ছেন সাধারন মানুষ!
ফলে আতঙ্ক বাড়ছে এলাকায়। তবে শেষমেষ গন্ধের রহস্য উৎঘাটন করা হলেও কোনভাবেই বন্ধ করা যাচ্ছেনা। জানা গেছে কোলাঘাটের রূপনারায়ন নদের ওপর প্রান্ত হাওড়া জেলার নাউপালা এলাকায় টায়ার পুড়িয়ে চলছে অসাধু ব্যবসা। একদিকে এই টায়ার পুড়িয়ে নির্গত বস্তুদিয়ে হচ্ছে মোটা অঙ্কের ব্যবসা, এমনটাই জানা গেছে। আর এর তীব্রতায় হচ্ছে বায়ু দূষন! হচ্ছে সাধারন মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম।
যেহেতু পার্শ্ববর্তী জেলা হাওড়ার ঘটনা তাই প্রশাসনিক ভাবে হাওড়া জেলার বাগনান ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কোলাঘাট ব্লক প্রশাসন। তবে কবে হবে সমাধান সে বিষয়ে চিন্তায় কোলাঘাটবাসী!