অবতক খবর,১৩ আগস্টঃ ২০২৪ শে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছে কংগ্রেস দেশজুড়ে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩৫০০ কিলোমিটার পদযাত্রা সম্পন্ন করা হবে দেড়শ দিনে। দলের এই কর্মসূচিতে অংশ নেবেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ অন্যান্য কংগ্রেসের শীর্ষ নেতারা।
এ বিষয়ে গত ৭ আগস্ট দিনটিকে জাতীয় কংগ্রেস বেছে নেয় এই কারণে। এই দিনে ৮০ বছর আগে যেদিন মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন সেদিন আরএসএস এই ব্যাপক আন্দোলনের থেকে নিজেদেরকে দূরত্বে রেখেছিলেন । যখন গান্ধি, নেহেরু, প্যাটেল, আজাদ, প্রসাদ, পন্ত সহ অনেক কংগ্রেস নেতৃত্ব জেলে গিয়েছিলেন। সেদিন তাতে অংশ নেননি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এ ধরনের বিভিন্ন পুরনো ইতিহাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার করেন তারা। আরো একবার দলীয় পতাকায় হাওয়া লাগানোর চেষ্টা করছে কংগ্রেস।
মূল্য বৃদ্ধির প্রতিবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষা এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বন্ধের দাবি তোলেন তারা। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দ্বারা বিরোধী দলের নেতা – কর্মীদের সামাজিক কর্মীদের হেনস্থা করার ইস্যুগুলিও থাকবে এই পদযাত্রা কর্মসূচিতে। ৮০ বছর আগে 9 ই অগাস্ট দিনেই ব্রিটিশের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধি। আজকের দিনে দাঁড়িয়ে সেই কারণে কেন্দ্রের মসনদ থেকে নরেন্দ্র মোদিকে হটাতে ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছে বলে জানান কংগ্রেস নেতৃত্বরা।
এই উপলক্ষে আজ নদীয়ার শান্তিপুরে শহর কংগ্রেসের ডাকে এক প্রতিবাদী মিছিল মহাত্মা গান্ধী এবং অন্যান্য ট্যাবলো নিয়ে স্টেশন সংলগ্ন গোলপার্ক থেকে ডাকঘর নেতাজির পদতলে পৌঁছান । সেখানে পথ চলতি সাধারণ মানুষের উদ্দেশ্যে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে জনমত গড়ে তোলার চেষ্টা করেন তারা। অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি সামনে আসার পরিপ্রেক্ষিতেও সরব হতে দেখা যায় কর্মী সমর্থকদের।