অবতক খবর,১ সেপ্টেম্বরঃ আজ পুলিশ দিবস। আর এই পুলিশ দিবস উপলক্ষে সমাজের সকল নাগরিকদের বিভিন্ন প্রতারণার হাত থেকে রেহাই দিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে শিবদাসপুর থানার উদ্যোগে এক নাগরিক সতর্কতা কর্মসূচির আয়োজন করা হয় শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে।
এই কর্মসূচির মুখ্য বার্তা ছিল বাল্যবিবাহ ,মানব পাচার বিরোধী, সাইবার অপরাধ ও মাদক বিরোধীর সতর্কতার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া। তার সাথে সাথে এই অঞ্চলের সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল শিক্ষার সরঞ্জাম।
আজকের এই পুলিশ দিবস উপলক্ষে শিবদাসপুর থানার উদ্যোগে এই মহান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবদাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত মন্ডল সহ ব্যারাকপুর সাইবার ক্রাইমের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাহা ও অন্যান্য পুলিশ আধিকারিক। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক মহল।
আজ এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বর্তমান ছাত্র সমাজ, যারা আগামী দিনে সমাজ গঠনের কান্ডারী মূলত তাদের কাছেই এই সতর্কতার বার্তা তুলে দিলেন সকল পুলিশ আধিকারিকগণ।