অবতক খবর,১ সেপ্টেম্বর,নদিয়া: আছে শিক্ষক শিক্ষিকা নেই ছাত্র ছাত্রী এমনকি খাতাই কলমে নেই মিড ডে মিলের ব্যবস্থা । বারবার ছাত্র ছাত্রী থেকে অভিভাবক তাদের জানিয়েও কোনো লাভ হয়নি ।স্কুলে এসে শিক্ষক শিক্ষিকাদের বসে থাকতে হয় ফলে তাদের মস্তিকে শান দিতে অফিস ঘরে বসে অঙ্ক কষতে হচ্ছে ।
স্কুল শিক্ষিকারা জানাচ্ছেন তারা বার বার করে উচ্চ আধিকারিকদের জানিয়েছেন যেখানে ছাত্র আছে সেই স্কুলে তাদের স্থানাত্বরিত করার জন্য কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এখনও । প্রায় ২ বছর এই পরিস্থিতি যেন মানসিক ভাবে ভেঙে পরছে শিক্ষক শিক্ষিকারা ।
২০০৯ সালে এই স্কুল জুনিয়ার হাইস্কুল করা হয় তখন থেকেই প্রায় ২৫ টি ছাত্র নিয়ে স্কুল শুরু হয়েছিল বর্তমানে করোনা পরিস্থিতির পর থেকে এই স্কুলের ছাত্র সংখ্যা শুন্য হয়ে গেছে ।
যদিও স্কুলের এস আই সৌরভ রায় কে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান সমস্ত কিছু তিনি উপরতলায় জানিয়েছেন , ঐ স্কুলের শিক্ষকদের অন্যত্র পাঠানোর জন্য এবং কেনো ছাত্র নেই সেই ব্যাপারে জানায় পাশাপাশি অনেক হাই স্কুল থাকায় এই স্কুলে ছাত্র নেই ।