অবতক খবর,৩ সেপ্টেম্বরঃ ফের তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বাণ্ডিল বাণ্ডিল টাকা। গতকাল হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানির রিসর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পত্তির নথি, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ উদ্ধার করেছে সিবিআই। চিটফান্ড মামলায় রাজু সাহানিকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আজ তাঁকে আদালতে তোলা হবে।সিবিআই সূত্রে দাবি, ধৃত তৃণমূল নেতা রাজু সাহানির নামে তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও মিলেছে। সূত্রের দাবি, সেই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠানো হয়েছিল।
সিবিআই সূত্রে দাবি, সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড থেকে প্রচুর টাকা প্রোটেকশন মানি নিয়েছেন রাজু সাহানি। মাঝেমধ্যেই তাঁর কাছে মোটা টাকা পৌঁছে যেত।সিবিআই সূত্রে দাবি, কোথা থেকে এল এত টাকা? কেনই বা বাড়িতে এত টাকা রেখেছিলেন, সেসবের সদুত্তর দিতে পারেননি তৃণমূল নেতা। সেই কারণেই গ্রেফতার।