অবতক খবর,৭ সেপ্টেম্বর,পূর্ব মেদিনীপুর,এগরাঃ রাত তখন ঘড়ির কাটায় আটটা বাজে। লাইসেন্স প্রাপ্ত মদের বারে চলছিল দেদার মদ্যপানের আসর। সেইসঙ্গে চলছিল হই হুল্লোড়। হঠাৎই যেন বিষাদের সুর নেমে এলো। আচমকাই সোনা যায় চিৎকার। কিন্তু কি হলো? শুনলে আপনিও অবাক হবেন।
অভিযোগ বারের তিন তলায় রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর সেই আগুনের লেলিহান স্ফুলিঙ্গ দেখেই বারের দোতলা থেকে সূরাপ্রেমীরা আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নেমে আসে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার নেগুয়াতে এক লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ( রেস্টুরেন্ট কাম বার ) তিন তলায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের ওভেনে সংযোগ কারী পাইপ লিকেজ হয়ে প্রথমে গ্যাস বেরোয় এর পরেই সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়রা এবং দোকানের কর্মীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষনে পুরো রান্নাঘর সহ বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে ছারখার হয়ে যায়।
খবর দেওয়া হয় দমকলকে। এগরা থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, দমকল কর্মীরা যদি দ্রুত এসে পৌঁছাতো তাহলে এতটা ক্ষয় ক্ষতি হতো না। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা দমকলের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। আবার অনেকেই দমকলের উদাসীনতাকে দায়ী করেছেন। কিন্তু, ঠিক যে জায়গায় আগুন লেগেছে অর্থাৎ রান্নাঘরে অগ্নিনির্বাপক যন্ত্র, ভেন্টিলেশন, ফায়ার অ্যালার্ম রাখা হয়নি বলে অভিযোগ। অনেকের প্রশ্ন, লাইসেন্স প্রাপ্ত বারে কেনইবা আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা থাকবেনা! তবে এপ্রসঙ্গে দোকানের মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল পুলিশ। এই ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।