অবতক খবর,৭ সেপ্টেম্বরঃ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রানা পরিবার, দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসা ছোট ছোট পেতলের দেবী মূর্তি,বাসন তৈরির। কিন্তু এবারে তৈরি করে ফেললেন আস্ত পেতলের দেবী দুর্গা মূর্তি। এই মূর্তির কারিগর প্রফুল্ল রানার কথায় পিতলের মূর্তি তৈরির ব্যবসা তাদের বংশানুক্রমিক। ঠাকুরদা, বাবা পেতলের জগ মূর্তি তৈরি করতেন, তিনিও প্রায় ৩০ বছর ধরে এই পেশার সাথে যুক্ত।
কলকাতার এক কারিগর রিন্টু পাল তাকে পেতলের দেবী দুর্গা মূর্তি তৈরি করার কথা বলেন। ফাইবারের ছাঁচে পিতলের ঢালাই করে তিনি এই মূর্তি তৈরি করেছেন প্রায় আড়াই মাস পরিশ্রম করে। এই দুর্গামূর্তি ৮ ফুট লম্বা এবং ওজনে প্রায় এক টন বা ১০০০ কিলোর কাছাকাছি।
এতদিন ধরে নিজের মেয়ের মতোই এই দুর্গামূর্তি তিনি তৈরি করেছেন, তৈরি শেষ হয়ে যাওয়ার পরে এবার মূর্তি কলকাতায় পাঠানোর পালা।বিবাহের পরে নিজের মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় যেমন প্রত্যেক বাবা বিষাদগ্রস্ত হয়ে পড়েন, তেমনি চোখে জল বিষাদগ্রস্ত মুখ নিয়ে দেবীর মূর্তি কলকাতায় পাঠানোর অপেক্ষায়।