অবতক খবর,২৪ সেপ্টেম্বরঃ আর মাত্র হাতে গোনা কয়েকদিন পর শুরু হচ্ছে বাঙালির সেরা উৎসব শারদীয়া দুর্গা উৎসব। তাই মন্ডপে মন্ডপে দিনরাত এক করে জোর প্রস্তুতি চলছে পুজোর আয়োজনের। শহরের মতো গ্রাম্য এলাকাতেও পিছিয়ে নেই দুর্গাপূজা কমিটি গুলি। বর্তমান আধুনিকতার যুগে দর্শনার্থীর টানতে থিম মন্ডপ শয্যায় চলছে জোর টক্কর।
তারেই প্রতিফলন দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দাসপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোতে। এবারে তাদের পূজা ৭১ তম বর্ষ পড়েছে বলে জানা গেছে। পুজো কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে প্রতিবার তাদের মণ্ডপ প্রতিমায় নতুনত্ব আনা হয় দর্শনার্থীদের মনমুগ্ধ করার জন্য। এবারে তাদের বিশেষ আকর্ষণ দুবাইয়ের বুজ খলিফা মন্ডপ এবং কৃষ্ণনগরের প্রতিমা তার সাথে থাকছে মন মাতানো আলোকসজ্জা। পুজো কমিটির দাবি তাদের পুজোর থিম প্রতিমা আলোকসজ্জা দর্শনার্থীদের তাক লাগাবে। তাদের এবারে বাজেট রয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
প্রত্যন্ত গ্রাম্য এলাকায় দাসপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির নজর কারা আয়োজন সেরা পুজোর দৌড়ে আছে বলে এলাকার বাসিন্দাদের অভিমত। তবে গ্রাম্য এলাকায় বুজ খলিফার আদলে দুর্গাপুজোর মন্ডপ তৈরির জন্য পুজো কমিটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এলাকার মানুষ।