অবতক খবর, ৩০সেপ্টেম্বর :: করোনা গ্রাসে শিথিল হলো না ঢাকি পাড়ার জনজীবন। এখনো বায়না না হওয়ায় উদ্যোগে তমলুকের বাবুনয়ারা গ্রামের ঝাঁকি বাধ্যকাররা। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বাবুনয়ারা গ্রামে প্রায়শতাধিক ঢাক বাজনা সাথে যুক্ত। প্রতিবছর কলকাতা, দিল্লী, মুম্বাই ও বিভিন্ন রাজ্যে পুজোর সময় ঢাক বাজাতে যেতেন।
সারা বছরের রুজি রোজগার ছিল দুর্গাপূজার সময় বড় অংকের বায়না পেতেন তাঁরা এতে ফুটে উঠতো ঢাকি পরিবারে মুখের হাঁসি। কিন্তু পরপর ২ বছর করোনা যাওয়ার পর আগের মতন আর বায়না আসে না।
এবছর করোনা না থাকায় মুখে হাসি ফুটেছিল কিন্তু এখনো পর্যন্ত বায়না পাননি এবং পুরনো জায়গা থেকে ডাক না পেয়ে নতুন মন্ডলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে শহীদ মাতঙ্গিনী বাবুনায়ারা গ্রামের ঢাকিরা।