মানুষ যখন মানব হয়ে ওঠে তখন সে ধর্ম মানে না, হিন্দু মুসলমান মানে না
ভাসান ও মানুষ
তমাল সাহা
দুর্গার ভাসান
মোহাম্মদ মানিক, মানিক মোহাম্মদ
বঙ্গীয় উপত্যকায় মুখে মুখে একটি নাম
খরস্রোতা নদী রাক্ষসী মাল নদী—
প্রতিস্পর্ধী সে, লড়াই করে উদ্দাম
বাঁচায় মানুষের প্রাণ।
মানিকের অর্থ জানোই তো তুমি
মোহাম্মদ মানে কি তুমি জানো?
না জানলে খুলে দেখো অভিধান।
মানুষের বিসর্জন, এ কোন দুর্গা ভাসান?
ধর্মকে তুড়ি মেরে জীবনের ঝুঁকি নিয়ে
মানিক মোহাম্মদ গায় মানবতার গান।