অবতক খবর,১২ অক্টোবরঃ স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দীর পূর্ব থেকে হয়ে আসছে ঐতিহাসিক জহরার মেলা। জানা গিয়েছে ওই মেলার এ বছর ১৩৫ তম।

১৮৮৭ সাল থেকে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে বলে জানা গিয়েছে।

মেলা কমিটির এক সদস্য জানিয়েছেন দূর্গা পূজার আট দিন পর এবং লক্ষ্মীপূজো উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। চার দিন ধরে মেলা চলে, এছাড়াও এই মেলার পিছনে কিছু ইতিহাস রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নন্দকিশোর গ্রামে জহর পাল নামে এক ব্যক্তি স্বপ্ন দেখেন , তাকে স্বপ্নে দেখানো হয় যে এখানে মেলা করতে হবে। তারপর থেকেই হয়ে আসছে এই মেলা। এছাড়াও তিনি জানিয়েছেন জহরার মেলার মা খুব জাগ্রত। চোপড়া ব্লকের সর্ব বৃহত্তম মেলা হিসেবেও পরিচিত মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত এলাকার জোহরার মেলা। তবে এ মেলায় নাগরদোলা, চিত্রাহার, ব্রেক ডান্স মানুষের মন কেড়ে নেয়। আজ অর্থাৎ মঙ্গলবার এই মেলার শুভ উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।