অবতক খবর,১৩ অক্টোবরঃ পৌরপিতা মফিজুল ইসলামের উদ্যোগে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সমাজসেবী ও ডাক্তারের সমস্যার সমাধান বেরিয়ে এল দীর্ঘ ৪০ দিন পরে। গত ছয় সেপ্টেম্বর জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে ১ প্রসূতি মহিলাকে হাসপাতালর তিন তলা থেকে হাঁটিয়ে নামানো কে কেন্দ্র করে সমাজসেবীদের মধ্যে একটি বচোসা হয়।

সেই বচসা একসময় হাতাহাতিতে পরিণত হয়। পরবর্তীতে ৬ জন সমাজ কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের হয় আর তারপর থেকেই ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।তারা দীর্ঘদিন থেকেই রক্তদান শিবির বন্ধের ঘোষণা দেয়।

আজ দীর্ঘ ৪০ দিন পরে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের উদ্যোগে সেই সমস্যার সমাধান বের করা হয়।উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার অবিনাশ কুমার ,,জঙ্গিপুর হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার এবং স্বেচ্ছাসেবী সংস্থার বেশ কয়েকজন সদস্য আলোচনায় সমস্যার সমাধান বেরিয়ে আসে ।জঙ্গিপুর বাসি পৌর পিতা কে ধন্যবাদ জানিয়েছেন