অবতক খবর,১৮ অক্টোবরঃ বাঘের ভয়ে মৃতদেহ শ্মশানে দাহ করতে নিয়ে যেতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কালনাগিনি গ্রামে। গ্রামবাসিরা বনদপ্তরের বিরুদ্ধে খামখেয়ালি পনার অভিযোগ তুলনায় তুলছে।
জানা গেছে, আজ সন্ধ্যায় কালনাগিনি গ্রামের বিপুল সিংহের এক বৃদ্ধা আত্মীয়ের বয়স্ক জনিত কারনে স্বাভাবিক মৃত্যু হয়। আত্মীয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের লোকেরা যখন শোকে বিহ্বল সেই সুযোগে এলাকার বাঘটি এসে বাড়ির এক গবাদি পশুকে টেনে নিয়ে নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশীরা মৃতদেহ দাহ করস্তে সেই বাড়িতে এলেও বাঘের হানায় গবাদি পশুর মৃত্যুর খবর জানার পরই একে একে সকলেই নিজেদের বাড়িতে ফিরে যান। বাঘ তাদের বাড়িতেও গবাদি পশু, ছোট ছোট শিশুদের উপর আক্রমন করতে পারে এই আশঙ্কায় প্রতিবেশীরা কেউ রাত্রিতে শ্মশানে যেতে রাজী হন নি। প্রতিবেশীরা জানিয়েছেন সকাল না হওয়া পর্যন্ত তারা কেউ শ্মশানে যেতে পারবেন না। লোকের অভাবে মৃতদেহ বাড়িতেই পড়ে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবদ এই কালনাগিনি গ্রামে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে বাঘের হানায় বেশ কয়্রকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। বনদপ্তরের তরফ থেকে বাঘ ধরার জন্য খাচা পাতা হলেও আজও বাঘ ধরা পড়ে নি। বনদপ্তরের কর্মিরা সেখানে থাকলেও তারা বাঘ ধরার জন্য তেমন কোন পদক্ষেপ গ্রহন না করায় স্থানীয় মানুষের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।