অবতক খবর,১৮ অক্টোবরঃ পঞ্চায়েত ভোটের আগে বনগায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে সি এ অস্ত্রের শান দিলেন শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন আপনারা জিতে গিয়েছেন সি এ পাস হয়েছে। দিল্লিতে আমি সি এ এ নিয়ে প্রশ্ন করেছিলাম অচিরেই সিএএ চালু হবে। পাশাপাশি এই দিন তিনি বলেন তার মধ্যে সিএএ এর পাশাপাশি এন আর সি ও চালু হওয়া দরকার।
এই দিন তিনি বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগা সংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস কে আক্রমণ করে বলেন, বিধানসভায় গিয়ে বিজেপির বিধায়ক, তাকে বনগায় জেলা সভাপতি করেছে তৃণমূল। এ এক আজব পার্টি, চিড়িয়াখানায়ও এমন সার্কাস দেখা যায় না, পিসি সরকারের জাদুও হার মানবে এই দলের কাছে। বিশ্বজিৎ কে কার্য তো হুশিয়ারি সুরে বলেন, বাগদায় উপনির্বাচন হবে, ২০২৪ এ একসাথেই ভোট হবে।
দুর্নীতি ইস্যুতে বাগদার রঞ্জন প্রসঙ্গ টেনে বলেন বাগদায় টাকা ছাপানোর মেশিন আছে। তিনি আরো বলেন, নভেম্বরে বেআইনি নিয়োগে হাজার হাজার মানুষের চাকরি যাবে, তারা কলকাতায় গিয়ে টাকা ফেরত চাইবে। আপনারা মজা দেখবেন।