অবতক খবর,১৯ অক্টোবরঃ নিমতা নিউ আলিপুর এলাকার বছর ৫৫ বাসিন্দা উত্তম পাল পেটে গলব্লাডারের স্টোন অপারেশনের জন্য ভর্তি হয়েছিল কামারহাটি সাগর দত্ত হাসপাতালে,হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল মাইক্রো সার্জারি দ্বারা অপারেশন করানো হবে,।

কিন্তু অপারেশনের পরে পরিবারের লোকজন দেখতে পায় রোগীর পেট কেটে অপারেশন করা হয়েছে এবং সেই অপারেশন করার জেরে রোগীর মৃত্যু হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালের সামনে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন,মৃত রোগীর পরিবারের লোকজনের অভিযোগ হাসপাতালে সিনিয়র ডাক্তার কে দিয়ে অপারেশন না করিয়ে জুনিয়ার ডাক্তারদের দিয়ে অপারেশন করানো হচ্ছে এবং এর ফলে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে হাসপাতালে।

দোষী ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখান পরিবারের লোকজনেরা,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কামারাহাটি থানা ও বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।