অবতক খবর,২০ অক্টোবর,অভিষেক দাস,মালদা:-আবারও বরসড়ো সাফল্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউরো টেলি মেডিসিন পরিষেবায় সাফল্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। আধুনিক এই চিকিৎসা পরিষেবার মাধ্যমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দ্রুত সুস্থ হলেন বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মেডিসিন পরিষেবা দীর্ঘদিন আগে চালু করেছে রাজ্য সরকার।

হার্ট অ্যাটাক থেকে ব্রেন স্টোক রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে রাজ্য সরকারের উদ্যোগে চালু করা হয়েছে নিউরো টেলিমেডিসিন পরিষেবা, কলকাতার এস এস কে এম হাসপাতালে নিউরো টেলিমেডিসিন পরিষেবার হাব তৈরি করা হয়েছে। রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা টেলি পরিসেবার মাধ্যমে রোগের চিকিৎসা করতে পারবেন দ্রুত।

একমাস আগে এর পরিষেবা চালু হলো মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগের চিকিৎসা প্রথম হল ১১ই অক্টোবর। এক রোগীকে সুস্থ করলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল।