অবতক খবর,২৬ অক্টোবরঃ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পরিচালনায় শ্রী শ্রী শ্যামাপূজা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির এলাকায়। রবিবার শ্যামাপূজা উপলক্ষ্যে স্কুল ছাত্র ও ছাত্রীদের নিয়ে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা, কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ, ছোটদের নৃত্যনুষ্ঠান, ও দুঃস্থ অসহায় ব্যাক্তিদের বস্ত্র প্রদানের মধ্য দিয়ে আয়োজিত হয় শ্রী শ্রী শ্যামাপূজা সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
শুভ দীপাবলির উৎসবে মেতে উঠলো জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি শ্রী শ্রী শ্যামা পূজা প্রতিষ্ঠিত জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধন হয় গতকাল ২৪ তারিখ সোমবার। শুভ দীপাবলি উপলক্ষে আজ ২৫ তারিখ জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিপিও বিদ্যুৎ তরফদার এবং জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি অভিজিৎ সরকার ও জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন সহ এলাকার বিশিষ্টজনেরা।