অবতক খবর,২৮ অক্টোবর,দেওঘরঃ ইসকন দেওঘরের ব্যবস্থাপক গোপাল দাস প্রভু তার বক্তৃতায় জানান, ভগবান শ্রী কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে দেবরাজ ইন্দ্রের ক্রোধ থেকে তুলে বৃন্দাবনের বাসিন্দাদের রক্ষা করেছিলেন। গোবর্ধন ও শ্রীকৃষ্ণকে শাস্ত্রে অবিচ্ছেদ্য বলা হয়েছে। ঘটনার দিনে গোবর্ধনের পুজো করে তাঁকে অর্পণ করলে যে কোনও ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হতে পারেন।শ্রী গোবর্ধন পূজা। এই বিশেষ দিনেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বৃন্দাবন ধামে তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন।এই শুভ দিন উপলক্ষে দেওঘরে জমকালো অনুষ্ঠান হয়। অন্নকূট মহোৎসবও বলা ।অনুষ্ঠানের তালিকা হলো।কীর্তন ও ভজন,।কৃষ্ণ-লীলা-কথা।ভোগ অনুরোধ, মহা আরতি,গোবর্ধন পরিক্রমা।
অন্নকূট বিশেষ মহাপ্রসাদের আয়োজন সব ভক্তরা মিলে মহাপ্রসাদ গ্রহণ করে ভগবান গিরিরাজ গোবর্ধনকে প্রদক্ষিণ করবার পর তাকে অন্ন প্রদান করে থাকেন, ও সকলের মধ্যে বিতরণ করে থাকেন। এক হাজারেরও বেশি মানুষ ভগবানের দিব্য মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন। এই উপলক্ষে ইসকন প্রধান শ্রীনিবাস গোপাল দাস জি জানান, হাজার হাজার ভক্তের সঙ্গে ভক্ত নীরজ মিশ্রও ছিলেন।