অবতক খবর,৭ নভেম্বরঃ শান্তিপুরের রাস উৎসব আরম্ভ হতে চলেছে। গোটা শান্তিপুরবাসি মেতে উঠবে এই আনন্দ উৎসবে। এবছর রাস উৎসবে পুজো মণ্ডপ সজ্জায় আরো এক আকর্ষণ গড়ে তুলছে শান্তিপুর বড় গোস্বামী পাড়া, বারোয়ারি অ্যাসোসিয়েশন। এ বছর তাদের চিন্তা ভাবনা এক টুকরো আন্দামান। যদিও এ বছর তারা ৪২ তম বর্ষে পদার্পণ করেছে। অন্যান্য বছর গুলিতে পুজো মণ্ডপ সজ্জায় তারা বিশেষ আকর্ষণ গড়ে তোলে, এবছরও দর্শনার্থীদের মন জয় করার জন্য পুজ মণ্ডপের থিম এক টুকরো আন্দামান। উদ্যোক্তারা জানিয়েছেন আজ থেকেই প্রচুর দর্শনার্থীদের ভিড় হবে। আগামীকাল এবং পরশু কাতারে কাতারে ভিড় হবে দর্শনার্থীদের। তবে মন্ডপ সজ্জার ক্ষেত্রে কুটির শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলি ব্যবহার করা হচ্ছে। মন্ডপ সজ্জার কাজে হাত লাগিয়েছে পাড়ার কচিকাচা থেকে শুরু করে ৮ থেকে ৮০ সকলেই।