অবতক খবর,৯নভেম্বর : কাউকে কাটমানি খেতে দেব না বলে হুঁশিয়ারি মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর। মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি হরিসাধন ঘোষ কে সঙ্গে নিয়ে মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। মন্তেশ্বর বিধানসভার মেমারি দুই’ নম্বর ব্লকের করুলী গ্রাম থেকে একটি জনসংযোগ রেলি শুরু করে করুলি, বারোয়ারী, কাটাবাড়ী, ছোটপালাশন, মির্জাপুর গ্রাম হয়ে বড় পলাশনের ২ অঞ্চলে জনসংযোগ র্যালি শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থগার মন্ত্রী ও মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী । এই র্যালির পথসভা থেকে মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন কাউকে তিনি কাটমানি খেতে দেবেন না। মন্ত্রী আরও জানান দরকার হলে জানিয়ে চাঁদা তুলে খিচুড়ি ভাত খাব।মন্ত্রী সরকারের ৭২ টি জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন এই র্যালি থেকে।এই র্যালি মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী পরমানন্দ মহারাজ।