অবতক খবর,১১ নভেম্বরঃ বরানগরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন পৌর কর্তৃপক্ষ সহ জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই ১৭৫ জনেরও বেশি মানুষ ডেঞ্জিতে আক্রান্ত হয়েছেন বরানগর পৌরসভা অঞ্চলে। সে বিষয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য প্রশাসন আজ উচ্চ পর্যায়ের আলোচনা করলেন বরানগর পৌরসভায়। পৌর প্রতিনিধি সহ আধিকারিকদের সাথে কথা বলেন এডিএম তাহেরুজ্জামান, ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ বরানগর পৌরসভার পৌরপ্রধানা অপর্ণা মৌলিক।

 

আলোচনা শেষে এডিএম তাহেরুজ্জামান জানালেন,বরানগর পৌরসভা অঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমানে তা নিম্নগামী তবে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন জেলা স্বাস্থ্য দপ্তর।