অবতক খবর,১২ নভেম্বরঃ হালিশহর ৪ নং ওয়ার্ডে অবস্থিত অনুকুল ঠাকুরের মন্দির সংলগ্ন যে একটি ডেয়ারি মিল্কের দোকান রয়েছে। সেই দোকানের ঠিক পেছনের ওয়ার্ড অফিসে রমরমিয়ে চলছিল বিভিন্ন বেআইনি কার্যকলাপ। ওয়ার্ড অফিসের জায়গায় বেআইনিভাবে দেওয়াল তোলা হচ্ছিল। অভিযোগ, ওই দোকান মালিকের কথাতেই সেখানে দেওয়াল তোলা হচ্ছিল।

ঘটনাস্থলে আমরা গেলে ওই দোকান মালিক আমাদের জানান যে, ওই ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস তাকে অনুমতি দিয়েছেন দেওয়াল তোলার।

আর যেই জায়গায় এই দেওয়াল তোলা হচ্ছিল সেটি পৌরসভার জায়গা। পরবর্তীতে দোকান মালিককে এই বিষয়টি জানানোর পর তিনি বলেন,আমরা দেওয়ালটি ভেঙে দেবো।

কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। শুধু তাই নয়, দোকান মালিকের সাথে এই নিয়ে তাঁর বচসা হয়। কারণ তিনি এইরকম কোন অনুমতি তিনি দেননি।

এখন প্রশ্ন, তেঁতুলতলার মোড়েই রয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। আর সেখানে নিয়ম করে দুবেলা বসেন কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। আর ঠিক তাঁর নাকের ডগায় এইরকম একটি বেআইনি কাজ চলছিল, খবর পেলেন না কাউন্সিলর?

ঘটনাস্থলে আমরা যাওয়ার পর তিনি জানতে পারলেন??

এই তো অবস্থা বীজপুরের! কাউন্সিলরের ওয়ার্ড অফিসের নাকের ডগায় বেআইনি কাজ হয়ে চলেছে অথচ জানতেই পারছেন না জনপ্রতিনিধিরা।

তবে মৃত্যুঞ্জয় দাস আমাদের জানিয়েছেন যে, এইরকম কোন অনুমতি আমি দিইনি এবং এটি আমি ভাঙ্গার ব্যবস্থা করছি। পৌরসভা অনুমতি দিলে তবেই তিনি এখানে দেওয়াল তুলতে পারবেন, আপাতত এটি ভাঙ্গা হবে।