অবতক খবর,১৬ নভেম্বরঃ হুগলীর বৈদ্যবাটী পৌরসভার এলাকায় ডেঙ্গি বেরেই চলেছে অভিযোগ বিরোধীদের। চার দিন আগে বৈদ্যবাটী পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে এক নবম শ্রেনীর ছাত্রীর মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। পৌরসভার সেই ভাবে নজর দিচ্ছে না ওয়ার্ডে। তারি প্রতিবাদে বৈদ্যবাটী পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পৌরসভা গেটের সামনে, করা হয়েছে ব্যরিকেট।

পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বৈদ্যবাটী পৌর সভার সামনের ব্যারিকেট ভেঙ্গে ফেলার জন্য তৎপর হন বিজেপি কর্মীরা । তারপর বৈদ্যবাটি মন্ডল এবং শেওড়াফুলি মন্ডল উভয় মিলে তিনজনের একটি প্রতিনিধি দল ডেঙ্গু ও পৌরসভার বিভিন্ন খাতে টাকা, তছনছ এর বিরুদ্ধে পৌরসভায় ডেপুটেশন জমা দেন । বৈদ্যবা মন্ডল সভাপতি কৌশিক আমলে জানান চারিদিকে ডেঙ্গুর বাড় বাড়ন্ত তবুও নজর নেই পৌরসভার তাই ডেঙ্গু সংক্রান্ত বিভিন্ন দাবী দাবা নিয়ে আজ ডেপুটেশন জমা দেওয়া হলো ।