অবতক খবর,২০ নভেম্বরঃ ছোট থেকেই বহরমপুরে বড় হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বহরমপুরে ইন্দ্রপ্রস্থ এলাকায় থেকে তিনি মডেলিংয়ের জগতে যথেষ্টই নাম করেন এবং শর্ট ফিল্ম করে নিজের অভিনয়ের দক্ষতায় টালিগঞ্জ বাংলা চলচ্চিত্রে সুযোগ পান।
ছোট বড় বাণিজ্যিক ছবি থেকে শুরু করে টিভি মেগা সিরিয়ালে ও তিনি যথেষ্টই খ্যাতি অর্জন করেছেন। ঐন্দ্রিলার বাবা পেশায় একজন চিকিৎসক, মা বাবার সান্নিধ্যে তিনি একজন স্বনামধন্য চলচ্চিত্র শিল্পী হিসাবে যথেষ্টই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।
জীবনে তিনি দু-দুবার মারণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং তিনি মনের জোরে রোগ থেকে জয়লাভ করলেও শেষ রক্ষা আর হলো না অকালেই চলে যেতে হল এই বাংলা চলচ্চিত্রের শিল্পীকে। তাাঁর নামকরা বাংলা সিরিয়াল ঝুমুর, জিওন কাঠি যথেষ্টই তিনি মানুষের মনে সারা ফেলে দিয়েছিলেন। ২৪ বছর বয়সে তাাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বহরমপুর শহরে।