অবতক খবর,২৩ নভেম্বরঃ মুখ্যমন্ত্রী বলেন সার নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন।আমাদের সারের খামতি আছে।তিনি বিরোধীদের বলেছেন আমাদের সহযোগিতা চাই।
শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী যখন আমাদের সাহায্য চেয়েছেন আমরা নিশ্চয়ই করব।আমাদের বলতে দেওয়া উচিত ছিল তা ওনারা দেননি ।কিন্তু আমাদের সহযোগিতা যেহেতু উনি চেয়েছেন আমরা করতে পারি কিন্তু আমাদের চিঠি টা দিতে হবে।তবে এটাও বলব যে রাজ্যে সারের ঘাটতি আছে কিন্তু সার নিয়ে রাজ্যে কালো বাজারি হচ্ছে।1200টাকার সার কিনতে হচ্ছে 2500 টাকা দিয়ে।এই কালো বাজারি বন্ধ করুক।আমরা এই কালো বাজারি নিয়ে আলোচনা চেয়েছিলাম আমাদের বলতে দিলেন না।