অনুপ্রাণিত পুলিশ ক্রমশ দেখাচ্ছে বিক্রম। চাকরি চাইতে চাকরি প্রার্থী বাঁ হাতে পেয়েছিল পুলিশের কামড়। এবার ডিএ চাইতে এসে প্রতিবাদী পেল তলপেটে এবং ঘাড়ে ঘুষি
ঘুষি / তমাল সাহা
বয়েস প্রান্তিকে এসে গেছে থেমে।
এই হিমেল দুপুরে আমার শরীর উঠছে ঘেমে।
আনন্দে নবান্নে বাজছে বাঁশি
নিজের চোখে দেখছি গণতন্ত্রের হাসিখুশি।
চাকরি চেয়ে পেয়েছিল বাম হাতে পুলিশের কামড়
এবার ডিএ চাইতে এসে পেলো তলপেটে ও ঘাড়ে পুলিশের ঘুষি!
আন্দোলন ও প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার
কেড়ে নেয় রাষ্ট্রীয় জল্লাদ
বিদ্রোহী কন্ঠস্বরকে স্তব্ধ করো,গলায় ঝুলিয়ে দাও ফাঁসি।
শিশুটি দুপুরে খেতে বসে টিভিতে দেখছিল ঘটনাটি
সে চিৎকার করে বলে উঠলো—
যে পুলিশটি মেরেছে ঘুষি
তার মুখে করে দেবো হিসি।