আমাকে সাজাও
তমাল সাহা
তোমরা প্রকৃত সত্য এইটুকু জেনে রাখো
আমি কখনো কবিতা লিখি না
তোমরা প্রকৃত সত্য এইটুকু জেনে রাখো
আমি শুধু দেখে যাই ঘটনা
ওসবই আমি দেখে লিখি
এতে কোনো কৃতিত্ব নেওয়া যায়না
তোমরা প্রকৃত সত্য এটুকু জেনে রাখো
আমি নতুন কিছু লিখছি না, শুধু অনুকরণ করছি
তোমরা প্রকৃত সত্য এটুকু জেনে রাখো
দেখে লিখছি এটাও এক ধরনের টুকে টুকে লেখা
এতে আমার নেই কোনো নিজস্বতা
ফলত কে কি বলল এতে আমার কিছু এলো না গেল না
তোমরা প্রকৃত সত্য এটুকু জেনে রাখো
আমি কবিতার সঙ্গে কথা বলি
কবিতাকে জিজ্ঞেস করি,
সে বলে আমি সেজেগুজেও কবিতা, বিবস্ত্র হলেও কবিতা!
তুমি আমার নগ্নতাকে সাজাও
দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে হেমন্তবেলার ঝরা পাতার মতো কবিতা