অবতক খবর,২৩ জুনঃ ABPTA এর রানী রাসমণি রোডে অবস্থান ও শিক্ষক সমাবেশ শিক্ষা মন্ত্রীর নিকট ডেপুটেশন! তাদের দাবি ছিল প্রথম দাবি অবিলম্বে শিক্ষক ছাত্রী সমস্ত স্কুল-কলেজ খুলতে হবে! করোনাকালে যারা স্কুলছুট হয়েছে তাদের স্কুলে ফেরানোর দায়িত্ব রাজ্য সরকারের! মিড ডে মিলে শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ 4 টাকা 97 পয়সা থাকে 15 টাকা করতে হবে অবিলম্বে!
রাজ্য সরকার কর্মচারীদের অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে সেইসঙ্গে কেন্দ্রীয় হারে DA ব্যবস্থা করতে হবে, কর্মরত ও অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের. WBHS-2008 অবিলম্বে চালু করতে হবে, সিনিয়র টিচার দের অবিলম্বে বেতন বৈষম্য দূর করতে হবে! স্বচ্ছ নিয়ম-নীতির ক্ষেত্রে নিরাপত্তা বজায় রেখে সমস্ত সরকারি শুন্য পদে নিয়োগ করতে হবে !
প্রাথমিক টেট নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি প্রতিবাদে যারা অভিযুক্ত হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এইসকল দাবিতে আজ রানী রাসমণি রোডে সমাবেশ!