অবতক খবর,সংবাদদাতা :: দীর্ঘ দিনের অসুস্থতার পর আজ সকলকে ছেড়ে চলে গেলেন সমাজবাদী পার্টি নেতা অমর সিং। সিঙ্গাপুরে চিকিৎসা চলছিল তাঁর। শনিবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
২০১৩ সালে কিডনি ফেলিওরের পর থেকেই অসুস্থ ছিলেন। গত কয়েকমাস আগে আরও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। গত কয়েক মাস ছিলেন সিঙ্গাপুরের হাসপাতালে। শেষের কিছুদিন আইসিইউ-তেও ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর শেষ হল তাঁর পথ চলা। চলে গেলেন অমর সিং।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু রাজনীতিবিদরা।ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন রাজনাথে সিংহ ।
রাজনৈতিক জগতে তাঁর চলে যাওয়া বড়সড় ক্ষতি হিসাবেই দেখছেন নেতারা । একটা সময়ে দিল্লির রাজনীতিতে একটা বড় অংশে দাপিয়ে বেড়িয়েছেন অমর সিং। বিরোধী হোক কিংবা শাসক, সমস্ত দলের রাজনীতিবিদদের সঙ্গে সমান সখ্যতা ছিল তাঁর।
কলকাতার তৎকালীন কংগ্রেস যুব নেতা সুব্রত মুখার্জীর হাত ধরে ছাত্ররাজনীতিতে বড়বাজার থেকে কংগ্রেস ঘরানার রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সুব্রত মুখার্জী কে তিনি তাঁর রাজনৈতিক গুরু বলে বারে বারে বিভিন্ন মঞ্চে স্বীকার করেছেন। তাই কলকাতায় এলে তিনি সুব্রত মুখার্জি সঙ্গে দেখা করতে একবার না একবার অবশ্যই তার কাছে ছুটে যেতেন।
পরের দিকে তিনি দিল্লির রাজনীতি ঘরানায় বড় ম্যানেজ মাস্টার হয়ে ওঠেন। সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব এর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে তারপর থেকে তিনি সমাজবাদী পার্টির নেতা হয়ে দেশের রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করেছেন বিভিন্ন সময়।
অমর সিংহ শুধু রাজনীতিবিদদের সঙ্গেই নয়, বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাঁর। বিশেষ করে অমিতাভ বচ্চন পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাঁর। বচ্চন পরিবার এবং রাজনীতির যোগাযোগের পিছনে তাঁর অনবদ্য এক কীর্তি ছিল। কিন্তু ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যান অমর সিং।
সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব সঙ্গে তার এতটাই গভীর সম্পর্ক ছিল যে তিনি একসময় ক্ষমতা লোভ ত্যাগ করে মুলায়মের পক্ষে দাঁড়ান।শেষের দিকে মুলায়ম সিং এর সপা হয়ে রাজ্য সভার সাংসদ হন।
গত মার্চ মাসে রটে যায় যে আমার সিংহ বিদেশেই মারা গেছেন। তার মৃত্যু খবর তিনি হাসপাতালে জানতে পেরে তিনি এক ভিডিও বার্তায় তার পরিচিত আন্দাজে জানান তিনি মারা যান নি অসুশ্ত । তিনি বলেন “টাইগার অভি জিন্দা হয়”।