অবতক খবর, হুগলী: শুক্রবার বেলা ১২টা নাগাত চুঁচুড়া পৌরসভার অন্তগত ৮নং ওয়ার্ডের কাপাসডাঙ্গার লাইন পাড় লাগোয়া উদ্বাস্তু মানুষদের CAAর সমর্থন নিতে প্রত্যেক বাড়িতে পৌছালো বিজেপির নেতা কর্মীরা। ইতিমধ্যেই রাজ্য একটি রিপ্লেট তৈরী করেছে যা পৌছে দেবে সাধারন মানুষের কাছে। সেই রিপ্লেট নিয়েই মাঠে নামলো পৌরসভার নেতা কর্মীরা। সঙ্গে একটি কেন্দ্রীয় সরকারের দেওয়া মোবাইল নম্বর মানুষের কাছে তুলে ধরা হচ্ছে যেখানে বলা হচ্ছে যদি আপনি CAAসমর্থন করেন তবে ওই নাম্বারে একটি মিস কল করুন।
এবিষয়ে বিজেপি নেতা দেবায়ন মজুমদার বলেন, মোদী সরকারের CAA আইন কে ভুল ব্যাক্ষা করে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল। তাই আমার মানুষকে বোঝাতে রাস্তায় নেমেছি। কারন কোনো মানুষের অধিকার কেড়ে নিতে মোদি জী এই আইন আনে নি বরং দেশের সকল মানুষকে নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে। বিভিন্ন দেশে এই আইন আছে একমাত্র ভারতেই ছিলো না। এই আইন ফলে রোহিঙ্গারা আমাদের দেশে খুব সহজেই ঢুকে পরছে এবং এর ফেলে কর্মক্ষেত্রে প্রভাবও পরছে তাই এই আইন দিয়েই এক মাত্র এদের আটকানো সম্ভব।