অবতাক খবর, সংবাদদাতা :: তিনদিন ধরে রাজ্যে এন আর সি ও সিএবি নিয়ে যেভাবে রাষ্ট্রীয় সম্পত্তি তছনছ করা হচ্ছে, ধার্মিক উন্মাদনা ছড়ানো হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল রাজ্যপালজাগদীপ ধনখড়।
রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে, যেটা তার বক্তব্য থেকে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে।
রাজ্যপাল বার্তা দিয়ে জানান, জাতীয় সম্পত্তিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তা খুবই চিন্তাজনক। তিনি জানান যে রাজ্য প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন তাদের এই মুহূর্তে স্বার্থ থেকে সরে এসে রাজ্যের শান্তি স্থাপিত করতে সচেষ্ট হওয়া উচিত। তিনি আরও বলেন এটা রাজনীতি করার সময় নয়। এটা রাজনৈতিক ফায়দা তোলার সময় নয়। হিংসার উপর নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা উচিত। তিনি আর জানান, রাজ্যে যা হচ্ছে মোটেই ভালো হচ্ছে না। সরকারকে হিংসা রুখতে সদিচ্ছা দেখানো উচিত।