অবতক খবর ,সংবাদদাতা ,রামপুরহাট, ৮ই মে :: আজ রামপুরহাট সিপিআইএম জেলা কমিটির তরফ থেকে থেকে বিক্ষোভ সমাবেশের ও মিছিলের আয়োজন করা হয়। সকাল দশটা নাগাদ রামপুরহাট ঘড়ি মোড় থেকে একটি মিছিল বের হয় মিছিলটি গিয়ে রামপুরহাট পৌরসভা ময়দানে শেষ হয়।
মিছিল থেকে দাবি গুলি ছিল, নৈরাজ্য চলছে ,লুট ,তোলাবাজি, ও বগটুই গনহত্যার বিচার, আনিস খান, থেকে শুরু করে বিভিন্ন জেলার ধর্ষণের ঘটনা বিচারের দাবিতে রামপুরহাটে মোহাম্মদ সেলিম নেতৃত্বে বিশাল মিছিলের আয়োজন করা হয় । বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন মোহাম্মদ সেলিম । তিনি তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে কটাক্ষ করেন। বাংলার পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করেন তিনি।
সিপিএমের বীরভূম জেলা কমিটি উপস্থিত ছিলেন মোঃ সেলিম ছাড়াও কণিনীকা বোস ঘোষ রাজ্যের সিপিএম মহিলানেত্রী, রামচন্দ্র ডোম সিপিএমের পলিটব্যুরো সদস্য ও রাজ্য কমিটির গৌতম ঘোষ , তাছাড়া জেলা সম্পাদক ও জেলার নেতৃত্ববৃন্দ হাজির ছিলেন আজকের এই মিছিলে ।
সেলিম বলেন রাজ্যে সিআইডি বা SIT কে মমতা সঞ্চালন করে ও CBI কে মোদী তাই CID , SIT যা CBI ও তাই দূটোকে দুই সরকার সঞ্চালন করে তাই বিচার কত ঠিক হবে বা সত্যি তদন্ত হবে এটা বলা মুশকিল তবে হলে ভালো।