অবতাক খবর, সংবাদদাতা :: এখনো পর্যন্ত এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৯১১। তাদের মধ্যে সক্রিয় করোনা রোগী ৮,২৩১ জন। গত ২৪ ঘন্টায় মোট ৫৩৫ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। আর এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬,৮২৬ জন। রাজ্যে করোনা সংক্রমণ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ১০৮৮ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের।
সরকারি হিসাব অনুযায়ী সর্বাধিক করোনা আক্রান্ত হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণা। যার মধ্যে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২২ জন, সুতরাং কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগণায় ২৬৪ জন, হাওড়ায় ১৬৭ জন এবং দক্ষিণ ২৪ পরগণায় ৮৮ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে পিছিয়ে নেই হুগলিও, সেখানে সংক্রমিত হয়েছেন ৫৩ জন।
এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কলকাতা এবং উত্তর ২৪ পরগণায়। যার মধ্যে কলকাতায় ১৩ জন এবং উত্তর চব্বিশ পরগণায় ৬ জন। হাওড়ায় মারা গেছেন ৩ জন। এছাড়াও এদিন রাজ্যে করোনা টেস্ট হয়েছে মোট ১০, ৮০৫টি। অতএব,এই পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৮৩,৩২৮টি। এই টেস্টগুলি হচ্ছে ৫২টি ল্যাবে। অন্যদিকে রাজ্যের মোট ৮০টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে।