অবতক খবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে শুক্রবার ইডির কাছে হাজিরা দিতে আসলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এদিনচোখের জল মুছতে মুছতে সিজিও কমপ্লেক্সের লিফটে উঠলেন যুব তৃণমূল নেত্রী। সকাল ১১.৩০ মিনিটে নির্দিষ্ট সময়েই সায়নী সল্টলেকের সিজিও কমপ্লেক্সে চলে আসেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করবেন। ধৃত কুন্তল ঘোষের সঙ্গে আপনার কি যোগাযোগ ছিল এই প্রশ্ন করে সংবাদমাধ্যম। অবশ্য সায়নী এর কোনও উত্তর না দিয়েই কান্নাভেজা চোখে হাতজোড় করে লিফটে উঠে পড়েন।
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সম্পত্তি বিষয়ে উঠে আসে সায়নী ঘোষের নাম। বেশ কিছু চ্যাটে সায়নীর নাম রয়েছে বলে দাবি ইডির। সূত্রের খবর, সায়নী ঘোষ বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সারাদিন বাড়ি ফেরেননি। রাতেও আসেননি। কোনও হদিশ না মেলায় সায়নী ঘোষকে ঘিরে জল্পনা বাড়ছিল।
তবে শুক্রবার ইডির অফিসে হাজিরা দিতে এসে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন যুব তৃণমূল নেত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীর কী ভূমিকা? সেই বিষয়েই জানতে চায় ইডি।