অবতক খবর,সুমিত,ভাঙ্গড়: প্রতিবার পবিত্র রমযান মাসে একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কালোবাজারির জন্য বাজারে ফলের দাম মাত্রাতিরিক্ত হয়ে যায়। এই বছরও তার ভিন্নতা দেখা যাচ্ছে না। বাজারে ফলের দাম আকাশছোঁয়া। দামে কোন নিয়ন্ত্রণই নেই। ফলে, গরিব-মধ্যবিত্ত শ্রেণির মুসলমানদের ফল কিনতে নাভিশ্বাস উঠছে।
তাই বাজারে দাম ও কালোবাজারি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন।