অবতক খবর,১১ নভেম্বর: Jetting cum Suction গাড়ীর মাধ্যমে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ ভূগর্ভস্থ পলি উত্তলনের ফলে কলকাতার জল জমার পরিমাণ অনেক কম হয়েছে। কিন্তু সেই গাড়ী গুলো বয়স ১৫ বছর অতিক্রান্ত। ফলে কর্মক্ষমতাও কমেছে। সেই ১২ টি jetting cum Suction, ২টি jetting machine ও ২ টি suction machine এর বদলে নতুন ২৭ টি standard size high pressure jetting cum Suction machine ও ১৬ টি medium size jetting cum Suction machine এর শুভ উদ্বোধন কলকাতা পৌর সংস্থার উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম ।

উপস্থিত ছিলেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ। পৌর কমিশনার বিনোদ কুমার, সহ বোরো চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলররা। এদিন প্রধান কার্যালয়ের সামনে পতাকা দেখিয়ে মোট ৪৩ টি মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অনুষ্ঠানে শেষ মেয়র ফিরহাদ হাকিম জানান যে কলকাতা পৌর সংস্থার বদ্ধপরিকর কলকাতা কে জলমুক্ত করতে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আরো আধুনিক প্রযুক্তির মাধ্যমে কলকাতা কে জল জমার মুক্ত করার জন্য সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে বলে জানান মেয়র। এদিন তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের আদর্শ এবং বিশেষ করে ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায় কে তিনি পথ দেখিয়ে ছিলেন বলে জানান তিনি। তার পাশে তিনি তার আদর্শ কে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ও করেন তিনি।

এদিন তিনি অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন আমি ধন্যবাদ জানায় নিকাশি বিভাগ কে। এবছর একটা ইতিহাস হয়েছে। যে এই বছর জল জমেনি। জল জমলেও খুব দ্রুত বেরিয়ে গেছে। তার পরিকল্পনা তারক সিংহ এবং শান্তনু কুমার ডি জি নিকাশি করেছেন। আমাদের নিকাশি ব্যাবস্থা জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। ২২৬ টি মেশিন ছিল আরো ৪৩ টি মেশিন আনা হয়েছে মোট ২৬৯ টি মেশিন আছে। আরো বেশ কয়েকটি মেশিন আসছে বলে জানলেন মেয়র ফিরহাদ হাকিম। ১২ টি পুরনো মেশিন কে সরিয়ে দিয়েছি। অনেকগুলি পাম্পিং স্টেশন কাজ শেষ হয়েছে। আরো নতুন পাম্পিং স্টেশন হচ্ছে বলে জানান মেয়র। সারা কলকাতা জুড়ে নিকাশি বিভাগ অনেক ভালো ভাবে কাজ করেছে। ছোট বেলা থেকে আমরা দেখছি পরসনাথ মন্দিরে জল জমতে। এখন আর জমে না। এই বয়েসে তারক সিংহ নিজে দাড়িয়ে পারসনাথ মন্দিরের জল জমার কাজ সম্পূর্ন করেছেন তিনি। পাম্পিং স্টেশন কে আরো শক্তিশালী করা আর নিকাশি ব্যাবস্থা কে আরো ভালো করার জন্য খুব জোর দিচ্ছি। আমরা বলব যে কলকাতা পৌর সংস্থার উপরে ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন। আমার মেয় নিউ ইয়র্ক পড়ে সেখানে ও জল জমেছে। আর কলকাতায় আর জল জমে না। নিউ ইয়র্ক কে আমরা হারিয়ে দিয়েছি আর আগামী দিনে লন্ডন কে ও হারিয়ে দেব। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা কে লন্ডন করার স্বপ্ন পূরণ করা হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। আমরা সবাই বাঙালি সবই মিলে একসঙ্গে থাকব আর বাংলা কে এগিয়ে নিয়ে যাব। সমস্ত উৎসব হবে । শহর কে আরো সাজানো হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। মনে রাখতে হবে কিছু দিনাগেই তারক সিংহের সঙ্গে জল জমা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে মতভেদ তৈরি হয়। ফলে তৈরি হয় বিতর্ক। এমন কি পদত্যাগ করার হুমকি দেব মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ। তবে আজকে নিজেই মেয়রের মুখে তার প্রসংশা শুনে খুশি তারক সিংহ। এদিন তিনি বলেন আমরা এই বছরে থাণ্ঠানিয়া কে জল জমার থেকে মুক্ত করে দিয়েছি। এই বছর আমরা খিদিরপুর কে জল জমার মুক্ত করে দিয়েছি।

আগামীদিনে বেহালা এবং যাদবপুরের জল জমার মুক্ত হয়ে যাবে বলে জানান মেয়র পরিষদ নিকাশি তারক সিংহ। আমরা উন্নতমনের কাজ করছি। আগে শহরে নৌকো চলত এখন আর নৌকা চলে না। দইঘাটে আমরা লক গেট এবং পাম্পিং স্টেশন বসাচ্ছি। ভাতার সময় গঙ্গার জল টেনে জল বার করে দেব বলে জানান মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ।এদিন মোট নতুন ৪৩ টি মেশিনের মধ্যে ১২ টি জেটিং কম সাকশন মেশিন। ২ টি জেটটিং মেশিন ও ২৭ টি স্ট্যান্ডার্ড সাইজ হাই প্রেসার জেটিং মেশিন এবং ১৬ টি মিডিয়াম সাইজ জেটিং কম সাকশন মেশিনের উদ্বোধন হয়।