NRC, CAA, NPR, এর প্রত্যাহারের দাবিতে বীরভূম জেলা শাসককে স্মারকলিপি বাংলার সংস্কৃতি মঞ্চের

অবতক খবর ,বীরভূম: NRC, CAA, NPR, এর প্রত্যাহারের দাবিতে বাংলার সংস্কৃতি মঞ্চ এর পক্ষ  থেকে এবার বীরভূম জেলাশাসককে একটি স্মারকলিপি  জমা দেওয়া হয়। সোমবার সিউড়ি চাঁদমারি মাঠে ‘আজাদি’ স্লোগান তুলে হিন্দু ,মুসলিম ,আদিবাসী সহ বিভিন্ন ধর্মের মানুষ ও দলিত মানুষেরা এই মিছিলে প্রতিবাদে সবর হয়ে উঠে ছিলেন।

মিছিলে অংশগ্রহণকারী নূর আখতারা চৌধুরী বলেছেন, ‘ CAA ,NRC, NPR নরেন্দ্র মোদির খামখেয়ালিপনা ছাড়া আর কিছুই নয়। এটা বন্ধ হোক। প্রতিবাদ না করার ফলে সর্বনাশ হয়ে যাচ্ছে, পেঁয়াজ ১৫০ টাকা কিলো হয়ে গেল, অথচ কেউ কিছু বলল না।’ তিনি এও বলেছেন, NRC এখন একটা আতঙ্কজনক  বিষয় হয়ে উঠেছে। ছোট বাচ্চাদের কাছে NRC হয়ে উঠেছে একটা ভূত, একটা রাক্ষস। আমরা চাই  NRC কোনোভাবেই না হোক। আর এই প্রতিবাদকে সামনে রেখেই আমরা আজ বীরভূম জেলা শাসকের কাছে গিয়ে স্মারকলিপি জমা দেব।’