অবতক খবর, নয়াদিল্লীঃ দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগেই বলেছেন ‘সারা দেশ জুড়ে NRC লাঘু করা হবে ।’ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্র মন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন, ‘জাতীয় স্তরে NRC তৈরির কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়নি সরকার।’
স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, ‘কেন্দ্রের কোনো পরিকল্পনা নেই দেশজুড়ে NRC লাঘু করার বিষয়ে। NRC নিয়ে সারা দেশজুড়ে কোনও মডেল চালু করার কোনও প্রশ্নই নেই ।’
তবে স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্র মন্ত্রী নিত্যানন্দ রাই এর লোকসভায় দাঁড়িয়ে মঙ্গলবার NRC নিয়ে বক্তব্যে ধন্ধ আদৌ মিটতে চলেছে এমনটা জোর দিয়ে বলার সময় এখনও আসেনি। কেননা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ পড়ুয়ার ক্ষত এখনও দগদগে হয়ে রয়েছে। শাহিনবাগে CAA, NRC, NPR বিরোধী প্রতিবাদের ঝড় এখন দেশের প্রতিটি মহল্লায় উঠতে শুরু করে দিয়েছে । জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলন হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা দেশজুড়ে । শাহিনবাগে প্রতিবাদী কণ্ঠরোধের জন্য চলেছে গুলি, ক্রমাগত চলছে হুমকি প্রদর্শন ।
এই আবহে দেশের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্র মন্ত্রী নিত্যানন্দ রাই এর লোকসভায় দাঁড়িয়ে বয়ান আগুনে ঘি ঢেলে দিয়েছে ।