অবতক খবর,৪ ডিসেম্বর,মেখলিগঞ্জ: রানীরহাট মোর থেকে রানীরহাট পর্যন্ত দীর্ঘ 8 কিলোমিটার SAARC রোড পুনর্নির্মানে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতির অভিযোগ, শুধু দুর্নীতির অভিযোগ নয় SAARC রোড নির্মাণে ঢিলেমি এবং, কোনোরকমের ডাইভারশন না দিয়ে কাজ করার ফলে নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা l শুধু তাই নয় রানীরহাটর শৌলমারি সেতু সংলগ্ন এলাকায় কোনোরকমের DCR ছাড়াই অবৈধ ভাবে মাটি ক্ষণনের কাজ চালাচ্ছে ওই ঠিকাদারি সংস্থা l
আর এই খবর করতে গিয়েই সংবাদমাধ্যম তুইতোকারি করছেন,ভিডিও করতেও বাঁধা দিচ্ছেন সাইড ইঞ্জিনিয়ার, কীসের এতো ভয়, কেন ভিডিও করতে বাঁধা প্রদান করছেন ইঞ্জিনিয়ার, তাহলে কি সর্ষের মধ্যেই ভুত l আর এই ঘটনায়, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্নঃ তুলছেন বাসিন্দারা, ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটে l আর এই ঘটনায় নির্মিয়মান ঠিকাদারি সংস্থার, ঠিকাদার এর সাথে ফোন বহু যোগাযোগ করা হলেও ফোন তুলেন নি তিনি l