অবতক খবর,১৩ জুলাই: পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এই প্রকল্পের সূচনা হয় বড়ঞা পঞ্চায়েত সমিতিতে। এই পঞ্চায়েত সমিতির অধীনে থাকা ১৩ টি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের তিনটি করে টোটো অর্থাৎ মোট ৩৯ টি টোটো যে টোটো গুলির প্রত্যেকটি টোটো তে আনুমানিক খরচ প্রায় 2 লক্ষ টাকার উপর।

এই প্রজেক্টের টোটাল বরাদ্দ অর্থ দু কোটি টাকার উপর তবে এক বছর হতে চললেও এখনো পর্যন্ত এই প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ তবে যে টোটো গুলি অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছিল সেগুলি সব ডেলিভারি দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে টোটো গুলি কারোর ব্যক্তিগত কাজে লাগছে কোথাও ঝোপে ঝাড়ে পড়ে নষ্ট হচ্ছে।

কিন্তু এখনো একদিন তারা কেউ খাতা খোলেনি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা পুরোটাই আত্মসাৎ করল এই পঞ্চায়েত সমিতি।