বীজপুর থানায় বৈঠক চলছে
অবতক খবর,২২ এপ্রিল:এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হালিশহর ৩ নং ওয়ার্ড আচার্য্যপাড়ায় গীতা মন্ডল নামে যে মহিলার মৃত্যু হয়েছিল এবং সন্দেহ করা হচ্ছিল তিনি করোনা পজিটিভ হতে পারে, আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে।সোজা কথায় সেই মহিলা করোনা সংক্রমণে সংক্রামিত ছিলেন।
এই মুহূর্তে এই নিয়ে বীজপুর থানায় একটি বৈঠক চলছে। সেখানে উপস্থিত রয়েছেন সকল উচ্চ আধিকারিকরা। উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মনোজ ভার্মা, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য উচ্চ অধিকারিকরা এবং হালিশহর পৌরপ্রধান অংশুমান রায়।
পৌরপ্রধান অংশুমান রায় অবতক-কে জানান, রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এইজন্যই সুনিশ্চিত হবার জন্য আমি তিনদিন অপেক্ষা করতে বলেছিলাম । ওই অঞ্চলে এখন কি পদক্ষেপ নেওয়া হবে এই বৈঠকের পর সেই সিদ্ধান্ত জানা যাবে।
তবে সূত্রের খবর, গীতা মন্ডল নীল পুজোর দিন গঙ্গাস্নান করতে গিয়েছিলেন। সেই সময় তার কোনরকম লক্ষণ দেখা যায়নি। ফলে তিনি কোথায় কোথায় গিয়েছিলেন সেই সব খতিয়ে দেখা হবে।
এছাড়া সূত্রের খবর, আচার্য্যপাড়া সহ গোটা বাগমোড় অঞ্চল সিল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।প্রায় ১ হাজার পুলিশ নামানো হবে অঞ্চলে।
update :: 11:54 PM, 4/22/2020] Vinay Kumar Bhardwaj : অন্যদিকে করোনার মৃত্যুর খবর নিয়ে কল্যাণী জে এন এম সুপার ডঃ অভিজিৎ মুখার্জির কাছে জানতে চাইলে তিনি জানান এখনও পর্যন্ত কনফার্ম রিপোর্ট আসেনি। তাই যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ করোনা রোগে আক্রান্ত ছিল বা পজিটিভ হয়েছে তা বলা যাবে না। ডঃ মুখার্জী জানান গত মঙ্গলবার আমরা তার সেম্পল পরীক্ষার জন্য পাঠিয়েছি। এখনো তার মৃতদেহপুলিশ মর্গে পড়ে রয়েছে। তাই রিপোর্ট না আসা পর্যন্ত তাকে করোনা আক্রান্ত বলা ঠিক হবে না।
বিজপুর থানায় বৈঠকের পর রাত দশটায় বেরিয়ে চেয়ারম্যান অংশুমান রায় জানান সরকারিভাবে এখনো আমাদের হাতে রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে করোনা মামলা ধরে নিয়েই এলাকাকে সব রকম ভাবে স্যানিটাইজার করাও ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। এলাকাকে সিল করে দিতে বলা হয়েছে। যাতে সেখান থেকে কেউ বেরিয়ে অন্যান্য জায়গায় রোগ কে ছড়িয়ে দিতে না পারেন।
আচার্য পাড়া ও আশপাশের এলাকাকে সেনিটাইজ করা হবে নিয়ম মেনে। চেয়ারম্যান বলেন স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনেই এই জরুরি বৈঠক করা হয়েছে ও নিরাপত্তার স্বার্থে সব রকম পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। তিনি আরো একবার জানেন মৃতের সরকারি রিপোর্ট হাতে আসেনি তাই মামলা কে করোনা মৃত বলে এখন দাবি করা যেতে পারেনা তবে এলাকার যা যা ব্যবস্থা দরকার সতর্কতামূলক ভাবে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে হালিশহরের বিজেপির দাপুটে নেতা রাজা দত্ত জানান সরকার যতক্ষণ না করোনা বলে রিপোর্ট দিচ্ছেন না ততক্ষণ আমরা করোনা ঘোষণা করতে পারি না। তিনি আরো বলেন এই এলাকার মানুষকে চারদিক দিয়ে ঘিরে দিতেও পারি না । তাই চেয়ারম্যান আচার্য পাড়ার এলাকাকে ততক্ষণ স্তব্ধ করে দিতে পারবেন না যতক্ষন রিপোর্ট আসছে না।