বিনয় ভরদ্বাজ,অবতক খবর, ২৬ শে এপ্রিল ২০ :: নৈহাটিতে ফেরে আর এক করোনা রুগীর সন্ধান মিলল। গত 23 শে এপ্রিল তিনি কল্যাণী জে এন এম হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। সেই 23 তারিখে তার লালা করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে । রিপোর্ট পজিটিভ আসার পর সেই মহিলাকে কল্যাণী কার্নিভাল হাসপাতলে যেটি করোনা হাসপাতাল বলে তৈরি করা হয়েছে,সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কল্যাণী জে এন এম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য অরূপ মুখার্জি জানান কল্যাণী সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । তিনি জানান কল্যাণী জে এন এম হাসপাতাল এই প্রথম করোনা রুগীর সন্ধান মিলল। তিনি বলেন এর আগে যেসকল করনা সন্দেহ রোগী ভর্তি হয়েছিলেন সে সকল রুগীর টেস্ট নেগেটিভ এসেছিল।এই প্রথম তার রিপোর্ট পজিটিভ এসেছে তিনি নৈহাটি গৌরীপুরের বাসিন্দা।
উল্লেখ্য নৈহাটি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিলাকে গত 22 এপ্রিল কল্যাণী গান্ধী হাসপাতালের বুকের ব্যথার জন্য ভর্তি করা হয়। পরের দিনই তাকে কল্যাণী গান্ধী হাসপাতাল থেকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ডাক্তারবাবুরা তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
অন্যদিকে গৌরীপুর তেলিয়াপাড়া রায় পরিবারের এই মহিলার করোনা টেস্ট পজিটিভ হওয়ার পর নৈহাটি স্বাস্থ্য দপ্তরের cic সনৎ দে জানান মহিলাব বাড়ি একেবারে সিল করে দেওয়া হচ্ছে।সনৎ দে জানান সেই এলাকা কে সিল করে দেওয়া হবে এরপর পুরো এলাকা সেনিটাইজ করার কাজ শুরু হবে। এছাড়াও সমস্ত মানুষের পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যের সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে। সনৎ দে জানান স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে সমস্ত ধরনের কাজ করা হবে।
সনৎ দে জানান মহিলার স্বামীও চার মেয়েকে হোম আইসোলেশন রাখা হচ্ছে। তাদের সমস্ত টেস্ট করানো হবে। সনৎ দে জানান এলাকাবাসী দের আতঙ্কিত হবার কিছু নেই।এর আগেও একটা রোগী ধরা পড়েছে সে ভালো আছে ।এখন কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।