অবতক খবর, হুগলী: চলছে বাগদেবীর আরাধনা। হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল। এরই সঙ্গে কচি কাঁচাদের ভিড় মন্ডপে মন্ডপে। ছোট থেকে বড় সবাই আনন্দে মেতেছে।
উৎসবের মাঝে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশা এবং বেশ কয়েক ঘন্টা দেখা মেলেনি সূর্যের। হুগলি জেলার বিভিন্ন জায়গায় হাল্কা থেকে ভারি বৃষ্টি হয়েছে। হুগলীর গোঘাট এলাকার কালিপুর, সাতবেড়িয়া,অরাহাট,লোকরা, আনুর সহ বিভিন্ন জায়গায় হয়েছে শিলাবৃষ্টি। প্রায় দু ঘন্টা ধরে চলে এই বৃষ্টি সঙ্গে ঝোড় হাওয়া। এই বৃষ্টির কারনে জল জমেছে বেশ কিছু রাস্তায় এবং চাষের জমিতে । এর ফলে আলু চাষের ক্ষতির আশঙ্কা করছে চাষীরা।
অকাল বৃষ্টির কারণে খুচরো বাজারে আলুর দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। মধ্যবিত্তের হেঁসেলে আলু দুর্মূল্য হয়ে উঠতে পারে।