অবতক খবর,৮ ডিসেম্বরঃ অগ্ৰাহয়নের শুক্লা চতুর্দশী তিথিতে,তার মায়ের আবির্ভাব লগ্নে পূজীত হলো মা তারা। বীরভূমের তারাপিঠ থেকে ৪৫ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার বীরভূম সীমান্তের মধ্যে অবস্থিত হস্তিনাপুর গ্ৰামের মধ্য মাঠে বৈষ্ণব মতে ও পৌরাণিক নিয়ম-বিধি বজায় রেখে তিন বছর পূজীত হয়ে আসে না এখানকার মা তারা দেবী।২০সে অগ্রহায়ণ শুক্লা চতুর্দশী তিথিতে বুধবার ছিল এই আশ্রমের তিন বছর পূর্তি বাৎসরিক অনুষ্ঠান আর সেই উপলক্ষে কার্যত এই আশ্রমে ঢল নামতে দেখা গেল এলাকার প্রায় ১০ হাজারের অধিক ভক্তবৃন্দ। বড়ঞা ব্লকের অন্তর্গত হস্তিনাপুর গ্রামের মধ্য মাঠে অবস্থিত এই তারা মায়ের আশ্রমেই গ্রামের সাধক রবীন্দ্রনাথ ঠাকুর এর হাতেই প্রতিস্থাপন হয় এই তারা মায়ের মূর্তি। এবং তারপর থেকেই সাধক এই রবীন্দ্রনাথ ঠাকুর অরফে রবি শাস্ত্রী বা গ্ৰামের কাছে পরিচিত ক্ষ্যাপা বাবা নিজেই আশ্রমেই মায়ের নিত্যসেবা ও নিষ্ঠা ও ভক্তির সাথে পূজা অর্চনা করেন।
পরে তার উদ্যোগে গ্রামের বেশ কয়েকজন যুবক ও গ্রামবাসীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় আর সেই কমিটির পক্ষ থেকেই আজ কার যত ভক্তদের সাহায্যে মা তারার তৃতীয় বর্ষ পূর্তি তিথি পালন করলেন মায়ের পুজো উপলক্ষে গ্রামে তৈরি হয়েছিল উৎসবের আমেজ আশেপাশে গ্রাম থেকে আসা ভক্তদের আগমনে গ্রাম আছে সেজে উঠেছিল তারাপীঠের আদলে।